[ছন্দ রক্ষার্থে ময়নার বিয়ে ভেঙে দিয়ে বক-সারসে বিয়ে দিতে হলো।]


শস্যের শিল্পী সাজালো মাঠ হলুদ সর্ষে দিয়ে
বার্তা এলো হাওয়ায় ভেসে, বক-সারসের বিয়ে।
ধানশালিকের সয় না যে তর উড়াল দিলো সেজে
হাজার রঙে আলপনা আঁকে নীল ময়ূরীর লেজে।
হুতোম পেঁচা গাল ফুলিয়ে মুখ করেছে ভার
লগন বয়ে যায় যে চলে সাজন হয়নি তার।
তোতার কণ্ঠে বিবাহের গান উতল করে বাড়ি
কৃষ্ণ কাকও নাচছে দেখো কেমন পুচ্ছ নাড়ি।
হর্ষে নাচে থেকে থেকে ছোট্ট চড়ুইগুলি
সিঁদুরকৌটা আনলো বয়ে ঝুটিদার বুলবুলি।
সারসের ঠোঁট বকের গলায় দিয়েছে বরমালা
ঘুঘু ময়না এলো নিয়ে বধূবরন ডালা।
বাবুই দিলো নির্মাণ করে সবুজ সুতার ঘর
ঝড়-বৃষ্টিতেও উড়বে না তো নেইকো ভাঙার ডর।
হর্ষে মাতে পাখিরা সব কী রকম এক হয়ে
পায়রারা আজ শান্তির বার্তা আনলো নিজে বয়ে।
পাখিরা গায় একতার গান মনে মানুষ ভয়
কেননা যে পাখিরা তো মানুষের ন্যায় স্বার্থপর নয়।
৫-২-২০১৯