বলেছিলাম সেদিন সকাতরে
আমি এক ডানাভাঙা পাখি
তবুও আমার ওড়ার অনেক সাধ
অক্ষমতার সুযোগ নিয়ে কভু
আমার ওড়ার পথে, গড়িও না বাধ।
বলেছিলাম- বৈরি সময় যাবে কেটে
পারো যদি একটু খবর নিও
সমাদরে বুকটি তোমার
ওড়ার জন্য আকাশ করে দিও।
বুকটি তোমার উদার আকাশ
আজ হয়েছে দেখতে পাচ্ছি ঠিক
তবে এখন এ আকাশের
স্বপ্ন ছোঁয়া মেঘ; যাচ্ছে অন্যদিক।
সাধ্য যে নেই ভাঙা ডানায়
মেঘগুলোকে উড়াল দিয়ে ধরি
ভিজাও-বাঁচাও অন্য কারো মন
আমিই না-হয় উপেক্ষার এই
খুন ঝরানো আগুন খেয়ে মরি!
১৮-১০-২০২১