আতা গাছে/পাতা নাই
তোতা পাখির/বাসাও নাই
চৈতের খরায়/শুকিয়ে গে/ছে
ডালিম ফুলের/মৌ
মনে ব্যথা/কয় না কথা /বাড়ির নতুন/বউ।


আমগাছটাও/গেছে মরে
দিদি গেছে/পরের ঘরে
তাল পুকুরে/উঠে না আর
ছন্দ তোলা/ঢেউ।
নতুন বউয়ের/ মনের ব্যথা
বুঝে না তো/কেউ।
মনে ব্যথা/কয় না কথা /বাড়ির নতুন/বউ।


দুপুর কাটত/সাঁতার কেটে
বিকেল কাটত/পাড়ায় হেটে
বাপের বাড়ি/ছিল স্বাধীন
আম কুড়াত/জৈষ্ঠ্য মাসের/ঝড়ে
বধূবেশে/বন্দি এখন/নিঠুর স্বামীর/ ঘরে।


বাকুম বাকুম/পায়রাগুলি
টায়রা মাথায়/খেলে
তাইনা দেখে/নতুন বধূ
মনের পেখম/মেলে
যায় নিমেষে/হাওয়ায় মিশে
আনন্দের সেই/ঢেউ।
মনে ব্যথা/কয় না কথা /বাড়ির নতুন/বউ।
৩০-১০-২০১৭
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১-৩ মাত্রা।
গানের শ্রেণি: ছড়া গান।