বনে) বসন্ত এলে মনে বাজে কোকিলের সুর
আনচান করে প্রাণ, মন বলে বন্ধুগো-
আছো তুমি কত দূর।।


যখন) বসন্তের ফুল ফুটে বনে
ফাগুনের আগুন লাগে মনে
এক মুঠো রোদ্দুর গায়ে মেখে
নির্ঘুম কেটে যায় উদাস দুপুর।।
আনচান করে প্রাণ, মন বলে বন্ধুগো-
আছো তুমি কত দূর।।


কলকল বহে নদী মনের ভিতর
শিহরণ লেগে হিয়া কাঁপে থরথর
মন চলে যায় মহুয়ার বনে
কানে এসে বাজে যেন পাতার নূপুর।।
আনচান করে প্রাণ, মন বলে বন্ধুগো-
আছো তুমি কত দূর।।


১০-৯-২০১৭


ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: মুক্তক (পূর্ণ পর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব ৩/৪/৬ মাত্রা, অতি পর্ব ২/৩ মাত্রা)
গানের শ্রেণি: আধুনিক গান।