একজন মানুষ হত্যা করা যায়
তার আদর্শকে – হত্যা করা যায় না।
ব্লাকবোর্ডে লেখা নাম – মুছে ফেলা যায়
হৃদয়ে লেখা নাম – মুছে ফেলা যায় না।


কোটি বাঙালির হৃদয়ে রক্তাক্ত বর্ণমালায়
লেখা নাম – শেখ মুজিব, চিরঞ্জীব।
শেখ মুজিব ছিলো – শেখ মুজিব আছে
শেখ মুজিব থাকবে অনন্তকাল
যার রক্তে বাংলার মাটি-জল হয়েছে রক্তলাল।


ওই দেখো আমার পিতার হাসিতে মুজিব ভাসে
ওই দেখো তরুণের তাজা খুনে
শেখ মুজিবের খুন হাসে।
শ্লোগানমুখর রাজপথে, বিক্ষোভে বিপ্লবে
মুজিব বার বার ফিরে আসে – তাঁকে আসতেই হবে
যতদিন এই বাংলাদেশ রবে।


প্রাণি হত্যা করা যায়; তার প্রাণকে নয়
প্রাণ অবিনাশী, অক্ষয়। একটি মহৎ প্রাণ
মিশে থাকে লক্ষ প্রাণের ভীড়ে
প্রাণের টানে প্রাণের জোয়ার
আসে ফিরে ফিরে।


তোমার প্রাণ হরণ করে নরপিশাচ
করেছিলো নারকীয় উল্লাস
ভেবেছিলো ব্যস, সব শেষ।


বোঝেনি হায়েনারা-
বঙ্গবন্ধুকে করা যায় না শেষ
বঙ্গবন্ধু মানে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
এক বিশাল বাংলাদেশ।
১৯-৮-২০১৮