ডাকে কুহু পিক               মুখরিত চারদিক
          দুলে মন বসন্ত আহবানে
নেচে ওঠে হিয়া              কোথায় মরমিয়া
        আকুল করে বাঁশরীর তানে।


দখিনা মলয়                  ধীর বেগে বয়
         মৃত পল্লব উড়ে বাতাসে
আমের মুকুল                শত কলি ফুল
            সবুজ কাননে হাসে।


রঙের ফাগুন                  জ্বালায় আগুন
             প্রেম পিয়াসী মনে
উদাস দুপুর                   পাতার নূপুর
         ঝংকারে হৃদয় বাতায়নে।


আসে জোয়ার                 মনের দুয়ার
              খোলে বসন্ত রাগে
গোপনে গোপনে              মধুর স্বপনে
              হৃদয়ে পুলক জাগে।
             ৩১-১-২০১৮