বসন্ত আজ কাঁদলো অঝর ধারায়
ঝরা পাতায় লুকিয়ে তার মুখ
তুমি এলে অঙ্গ ভরা বাসন্তী রঙ মাখা
অচিন ব্যথায় ভেজা দুটি চোখ।


পরান আমার ছটফটিয়ে মরে
প্রশ্ন করেও হয়নি জানা কিসের ব্যথা মনে
সন্তর্পণে বুকের আঁচল টেনে
চোখের পানি মুছলে সঙ্গোপনে।


আমি দেখি বৃষ্টি ভেজা ফুল
চোখের জলে সতেজ হয়ে ফোটে
ইচ্ছে জাগে অনুরাগের বশে
ভালোবাসার চুম এঁকে দিই ঠোঁটে।
২৬-২-২০১৯