জীবনের দুর্গম গিরিপথে
যেদিন করেছি এ যাত্রা শুরু
সেদিন আমার বুক
অজানা আশঙ্কায়
করেছিলো দুরুদুরু।
পাথরের ঘায়ে
কাঁটার আঘাতে
পদতল যেতো রেঙে
মনোবল তখনও হয়নি সবল
অল্পতেই যে যেতো ভেঙে।
আজ আমি
রবির কীরণ দেখে
শক্তি সাহস
করে যাই সঞ্চয়
কীভাবে জলের অতলে ভূতলে
ডুবে গেলে
আবার জাগতে হয়।
ফুল থেকে ফুলে অলিকুলে
করে মধু আহরণ
পিঁপড়েরা করে যায়
সংগ্রাম আমরণ।
বুঝে গেছি আমাকেই
খুলে নিতে হবে
বিমুক্তির দুয়ার
কেউ এসে দিবে না তো
হাতে তুলে
আমার যা অধিকার।
নিজেকেই নিতে হবে বুঝে
আঁধারে বাদারে খুঁজে
মরু কান্তারে যুঝে
নিজের ন্যায্য অধিকার।


নিজেদের অধিকার হতে
বঞ্চিত শোষিতের দল
জেগে ওঠো
প্রবল প্রতাপে
সকল জড়তা ভেঙে
নিজেকে করো বিচঞ্চল।
শোষকের ঘাড়ে করো
বজ্রমুষ্ঠি জোরালো প্রহার
বুঝে নাও
নিজ নিজ অধিকার
আগামী প্রজন্মকে দাও
সাম্য শান্তির
নতুন ধরণী উপহার।
২৮-১-২০১৯