বুকের বিলে, স্মৃতির ঝিলে লাগলে হাওয়ার দোলা
সুখ সাঁতারের দিনগুলো কি যা কখনো ভোলা?
আমের মুকুল চোখের দু’কূল জড়িয়ে আজো ডাকে
হারানো দিন নে খুঁজে নে উব্দাখালির বাঁকে।
গাছের ছায়ায়, মাটির মায়ায় যায় ছুটে যায় মন
উঠলে মনে খুব গোপনে ব্যথার আলোড়ন।
নিঃশ্বাসে আর বিশ্বাসে যে শুধুই মাটির ঘ্রাণ
দেখলে কবর বাবা-মায়ের জুড়িয়ে যায় প্রাণ।
ঝিঙে ফুলে ভ্রমর এলে যেমন নিরব থাকে
আমিও রাখি খুব নিরবে বুকে আমার গাঁকে।
৩০-০৩-২০২২