ছন্দনদী অষ্টপদী-এই ফরমেটটি আমার উদ্ভাবিত ছড়া/কবিতার নতুন কাঠামো। চতুর্দশপদীর অনুরূপ অষ্টপদী। যার পঙক্তি সংখ্যা আট এবং প্রতি পঙক্তিতে থাকবে আট অক্ষর। এভাবে আট অক্ষর এবং আট পঙক্তির পরম্পরার মাধ্যমে একাধিক অষ্টপদী দ্বারা দীর্ঘ একটি ভাবকেও প্রকাশ করা যাবে। নিরীক্ষাধর্মী এই কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। আশা করি কবিতার রাসাস্বাদন থেকে কাব্যামুদি পাঠক বঞ্চিত হবেন না।


আপনাদের জন্য ধারাবাহিক এই আয়োজনে আজ ভিন্ন ভিন্ন শিরোনামে  ৮৫-৮৮ পোস্ট দিলাম।



অভাবের চারাগাছ


৮৫
মারির কবলে দেশ
চোখে দুঃস্বপ্নের ছবি
রাতের গহ্বরে ডুবে
আশার আলোক রবি


বুকের প্রান্তরে আজ
হতাশার দীর্ঘশ্বাস
জীবনের চারিধারে
অভাবের বসবাস!


৮৬
তবুও প্রাণের টানে
যতবার জেগে ওঠি
ততবার চেপে ধরে
দরিদ্রতার ভ্রুকুটি


অভারের চারাগাছ
দিনে দিনে ওঠে বেড়ে
স্বপ্নের বাবুই যায়
উদ্বিগ্ন উদ্যান ছেড়ে!
১২-০৮-২০২০


সুখ পেতে


৮৭
কারো কথা আচরণে
মনে যদি কাটে দাগ
বেদনাকে ডেকে বলি
ভেগে যারে কালনাগ


যদি বুঝি মন মোর
খুব বেশি ভালো নেই
সুখ পেতে নাচি আমি
মহানন্দে ধেই ধেই!


৮৮
নিয়ন্ত্রণে থাকে না যে
অপরের আচরণ
তবে পারি বশে নিতে
আপনার তনুমন


আমি কেন অপরের
দ্বারা হবো প্রভাবিত
মনে রাখি মানুষের
খোঁচানো স্বভাবই তো!
১৬-০৮-২০২০