ছন্দনদী অষ্টপদী-এই ফরমেটটি আমার উদ্ভাবিত ছড়া/কবিতার নতুন কাঠামো। চতুর্দশপদীর অনুরূপ অষ্টপদী। যার পঙক্তি সংখ্যা আট এবং প্রতি পঙক্তিতে থাকবে আট অক্ষর। এভাবে আট অক্ষর এবং আট পঙক্তির পরম্পরার মাধ্যমে একাধিক অষ্টপদী দ্বারা দীর্ঘ একটি ভাবকেও প্রকাশ করা যাবে। নিরীক্ষাধর্মী এই কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। আশা করি কবিতার রাসাস্বাদন থেকে কাব্যামুদি পাঠক বঞ্চিত হবেন না।


আপনাদের জন্য ধারাবাহিক এই আয়োজনে আজ ভিন্ন ভিন্ন শিরোনামে ৭১-৭৭ পোস্ট দিলাম।



এই রোদ এই মেঘ


৭১
এই রোদ এই মেঘ
জীবনের ছায়াপথে
ভাবনায় এসে নামো
পৃথিবীর ছাদ হতে!


দিনরাত থাকো জুড়ে
হৃদয়ের অলিগলি
নুড়ি-বালি-কাদা পথ
হাতে হাত রেখে চলি!


৭২
পলাশের মতো ঠোঁট
মাধবীর মতো বুক
বিমোহিত হই দেখে
কদমের মতো চোখ!


পলিমাটি শরীরের
ঢেউ তোলা ভাঁজে ভাঁজে
যৌবনের উজানীর
কল কল জল বাজে!


৭৩
মোহময় স্বপনের
সবটুকু থাকো জুড়ে
বাতাসের কানে কানে
কাঁকনের সুর ঘুরে!


আবেশের ঘোর কেটে
চোখ মেলে দেখি যেই
কবরীর ঘ্রাণ আছে
তুমি শুধু কাছে নেই!
০৫-০৮-২০২০


আসক্তির ফাঁদ
.....................
৭৪
ঘুমহীন অপলক
প্রেমাসক্ত দুই চোখ
ধরে রাখে কবিতার
তুলতুলে সাদা বুক!


ছন্দময় কবিতারা
চুপে চুপে তিলে তিলে
আসক্তির ফাঁদে ফেলে
ভাবুকের মাথা গিলে!



তুমি নেই ভাবতেই


৭৫
তুমি নেই ভাবতেই
অন্তরাত্মা ওঠে কেঁপে!
ভালোবাসা হয় নাকি
জোয়ারের জল মেপে?


তুমি নেই ভাবতেই
অবিশ্রান্ত হাহাকার
দীর্ঘশ্বাসের আগুনে
পুড়ে মন ছারখার!


৭৬
তুমি নেই ভাবতেই
বুকের ভিতর ঝড়
তাণ্ডব নৃত্যে নার্গিস
ভাঙে সাজানো বাসর!


তুমি নেই ভাবতেই
চোখের কোণায় জল
শ্রাবণ ধারায় ঝরে
ঝরঝর অবিরল!



৭৭
তুমি নেই ভাবতেই
মূলরোমে পড়ে টান
জলহীন ধুকে মরে
শ্যামল হৃদয়োদ্যান!


তুমি নেই ভাবতেই
ভিতরে ভিতরে কষ্ট
তুমিহীন জীবনের
পুরোটাই খাদ- নষ্ট!
০৭-০৮-২০২০