ছন্দনদী অষ্টপদী-এই ফরমেটটি আমার উদ্ভাবিত ছড়া/কবিতার নতুন কাঠামো। চতুর্দশপদীর অনুরূপ অষ্টপদী। যার পঙক্তি সংখ্যা আট এবং প্রতি পঙক্তিতে থাকবে আট অক্ষর। এভাবে আট অক্ষর এবং আট পঙক্তির পরম্পরার মাধ্যমে একাধিক অষ্টপদী দ্বারা দীর্ঘ একটি ভাবকেও প্রকাশ করা যাবে। নিরীক্ষাধর্মী এই কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। আশা করি কবিতার রাসাস্বাদন থেকে কাব্যামুদি পাঠক বঞ্চিত হবেন না।


আপনাদের জন্য ধারাবাহিক এই আয়োজনে আজ ভিন্ন ভিন্ন শিরোনামে  ৮৯-৯১ পোস্ট দিলাম।



মন্দের ভালো
.....................
৮৯
ছড়াকার নাই তার
এতটুকু ছন্দজ্ঞান
কপি-পেস্ট করে করে
নিজ নামে লিখে যান


দুয়েকটা কবিতাও
লিখে সাজে বড় কবি
কেটেকুটে পুরা করে
মনে পোষা কালো হবি!


৯০
কোন এক ছড়াকার
সিনা করে টানটান
নীতিহীন প্রীতি গড়ে
দেহবলে গায় গান


স্বভাবের ধারে কাছে
নাই ভালো ব্যবহার
মন্দের ভালো সে যে
প্রেমে পড়ে কবিতার!
১৭-০৮-২০২০


পলাশ অধর
৯১
প্রেমাপ্লুত আবেগে যে
ঠোঁট কাঁপে থরথর
মনে হয় যেন এটি
সেই পলাশ অধর!


পুড়ে পুড়ে ছাই হয়ে
যতটুকু ব্যথা পাই
তোমার অধর ছুঁয়ে
তার বেশি সুখ পাই!
২২-০৮-২০২০