ছন্দনদী অষ্টপদী-এই ফরমেটটি আমার উদ্ভাবিত ছড়া/কবিতার নতুন কাঠামো। চতুর্দশপদীর অনুরূপ অষ্টপদী। যার পঙক্তি সংখ্যা আট এবং প্রতি পঙক্তিতে থাকবে আট অক্ষর। এভাবে আট অক্ষর এবং আট পঙক্তির পরম্পরার মাধ্যমে একাধিক অষ্টপদী দ্বারা দীর্ঘ একটি ভাবকেও প্রকাশ করা যাবে। নিরীক্ষাধর্মী এই কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। আশা করি কবিতার রাসাস্বাদন থেকে কাব্যামুদি পাঠক বঞ্চিত হবেন না।


আপনাদের জন্য ধারাবাহিক এই আয়োজনে আজ ভিন্ন ভিন্ন শিরোনামে ৫৪-৬৩ পোস্ট দিলাম।



নিয়মের ছাঁচে পড়ে
৫৪
এলোমেলো কিছু শব্দ
পোড়ে নিঃশ্বাসের আঁচে
কিছু শব্দ কবিতায়
ছন্দের ঝংকারে বাঁচে!


কিছু শব্দ পড়ে থাকে
টেবিল ড্রয়ারে তাকে
কিছু শব্দ জমা হয়
ধমনীর বাঁকে বাঁকে।


৫৫
কিছু শব্দ অগোছালো
মগজে মননে ঘুরে
কিছু শব্দ অগোচরে
চুরি করে শব্দচোরে


নিয়মের ছাঁচে পড়ে
দারুণ দাপটে ডাঁটে
কবিতার জলসায়
ধ্রুপদী শব্দরা হাঁটে।
২৮-০৭-২০২০


অভিমানী অর্ক


৫৬
অভিমানী অর্কটার
ভাঙেনি রাতের ঘুম
আঁধারে ঢেকেছে বিশ্ব
স্বপ্নরা হয়েছে গুম


অলিদের কানাকানি
ফুলেরা মেলেনি চোখ
পাতার কান্নার জলে
ভাসে ঘাসেদের বুক!


৫৭
কুয়াশা কফিন থেকে
নেমে আসা মৃত ভোর
বাদুরের চোখে ফেলে
মায়াজাল ছায়া ঘোর!


ভীত প্রাণে উঁকি দেয়
বাকহীন প্রেমবোধ
অভিমানী অর্কটাও
নিতে জানে প্রতিশোধ!


৫৮
দ্বিধার আঁচড়ে ঘটে
হৃদয়ে রক্তক্ষরণ
প্রকৃতির আজ কেন
অশোভন আচরণ


ভুলের সাম্রাজ্যে বাস
পরিশেষে পেয়ে সাজা
বড় প্রয়োজন আজ
বিবেকের ঘষামাজা।
২৮-০৭-২০২০


বিদলিত ভালোবাসা


৫৯
বেদনারা সমারোহে
বুকে এসে ঘাটি গাড়ে
সীমাহীন উৎপাতে
নীল নীল ব্যথা বাড়ে!


বিদলিত ভালোবাসা
চুপে চুপে কাঁদে খুব
সমুচ্ছল আবেগেরা
নোনা জলে দেয় ডুব!
২৮-০৭-২০২০



হৃদয়ের পরিসরে


৬০
জীবনের মধুবাগে
ফুল পাখি খেলা করে
ভাবে ঠাসা হৃদয়ের
কূল ছেপে সুখ ঝরে!


শ্রাবণের ভরা চাঁদ
ফুটো চালে ঢুকে ঘরে
মনে পড়ে- তোমাকেই
খুব বেশি মনে পড়ে!


৬১
সুখে থাকি দুখে থাকি
যে রকম যেথা রই
দু'চোখের মনিটরে
তোমারই স্মৃতি বই!


সবকিছু চলে যায়
সময়ের হাত ধরে
তুমি শুধু থাকো পড়ে
হৃদয়ের পরিসরে!
২৭-০৭-২০২০


বিধাতার প্রতিশোধ


৬২
অনিয়ন্ত্রিত লোভের
অসংখ্য শকুন উড়ে
ক্লেদ ও ক্রান্তি ছড়ায়
পৃথিবীর প্রান্ত জুড়ে!


বেহিসেবী পাপাচারে
নন্দিত নগর ভাসে
বিধাতার অভিশাপ
চতুর্পাশে ধেয়ে আসে!


৬৩
লোভ যেই সীমাহীন
দিন দিন বেড়ে যায়
সততা ও মানবতা
দানবেরা ছিঁড়ে খায়


পচে যাওয়া বোধে কি
পথ খুঁজে পায় আর
নিরুপায় মেনে নেয়
প্রতিশোধ বিধাতার!
৩০-০৭-২০২০