হেলায় হেলায় কেটেছে বেলা
অপার হয়ে বসে আছি জীবনরবির অস্তপাড়
দূর হলো না আজো মনের
অপূর্ণতা অপ্রাপ্তির সে হাহাকার!


আশা ছিলো ভালোবাসার পত্র আসুক
সবুজ পাতার খামে
আদর করে ডাক দিয়ে যাক নতুন কোনো নামে
কেউ আসেনি কেউ ডাকেনি
বৃথাই গেলো বসন্ত সাজ
শুষ্ক শীতেও চোখের কোণায় বইছে শ্রাবণ আজ!
২৮-১০-২০১৯