ভালোবাসি বলে সখি সেই যে চলে গেলে
কত ফাগুন এলো গেলো আর না ফিরে এলে।
চৈত্র শেষে বৈশাখ আসে, চোখে আসে জল
বুকের নদে বইতে থাকে আষাঢ় মাসের ঢল।
স্রোতের তোড়ে ভাঙে যেমন অথই নদীর তীর
আমার হৃদয় ভেঙে চলে দুই নয়নের নীর।
তীর ভাঙা ওই নীরে আমি প্রেমের চিঠি লিখে
তোমার নামে দেই ভাসিয়ে অচিন গাঁয়ের দিকে।
চিঠির জবাব না পেয়ে ফের বহে নয়ন ধারা
তোমার খবর না পেয়ে মন হয় যে দিশেহারা।
হাওয়ায় ঊড়ে দাওয়ায় আসে হিজল পাতার খাম
ঝাপসা চোখে যায় না পড়া তোমার লেখা নাম।
মরা পাতার মর্মরে হায় বিরহের গান শুনি
পথের পানে চেয়ে আবার আশার স্বপন বুনি।
ছল করো না সুনন্দিতা ফিরে এসো ঘরে
তোমায় ছাড়া বলো আমি বাঁচি কেমন করে!
২০-৪-২০১৮