চাঁদের বাটি উপুড় করে জোছনা দিলো ঢেলে
চন্দ্রমুখী প্রিয়তি মোর এলো আঁধার ঠেলে।


মায়াবতী প্রিয়তি মোর দুই নয়নের আলো
তার পরশে দূর হয়ে যায় দুঃখের আঁধার কালো।
মনের কোণে মেঘ জমে সে দূরে চলে গেলে।
চন্দ্রমুখী প্রিয়তি...


প্রেমিক বুঝে প্রেমের মূল্য কৃষ্ণ বুঝে রাধা
প্রিয়তিহীন জীবন আমার অসার গোলক ধাঁধাঁ।


প্রিয়তি মোর জীবন মরণ প্রিয়তি মোর আশা
প্রিয়তি মোর হৃদয় পরে রঙিন ভালোবাসা।
যায় গলে যায় সকল ব্যথা তারে কাছে পেলে।
চন্দ্রমুখী প্রিয়তি...
৩-২-২০১৮


স্বরবৃত্ত ৪/৪/৪/২ মাত্রা