স্বচ্ছজল সরোবরে নেমে এলো হেমন্তের হাস্যোজ্জ্বল চাঁদ
চাঁদের শরীর ছুঁয়ে দেয়ার অধির আগ্রহে আমিও
নেমে যাই কাকচক্ষু জলে। সময়ের বাঁক বদলে সানন্দে
টুপ করে ডুব দিয়ে তৃষ্ণার্ত অধর বিভাবের
ঘোরে ডুবে ছুঁয়ে দিলো চাঁদের কপাল, চোখ,
নাক, ঠোঁট, বুক মাখনের মতো কোমল পেলব সমস্ত শরীর।


আহ চাঁদ, তোমাকে এমন করে ছুঁয়ে দিতে
কামনার অসহ্য আগুন বুকে চেপে রেখে কতদিন-
কতদিন কতবার শিহরণে কেঁপে কেঁপে হয়েছি অধীর!
চাঁদ, দূর করে দিতে আমার ভেতরে উদগত অবসাদ
তুমি থেকে যাও-তুমি থেকে যাও অনন্ত সময় ধরে
জলের ভেতর সুকুমার কোকনদ সরোবরে।
৬-১১-২০১৯