*৷৷৷৷৷৷৷৷ ৷ ৷৷৷৷৷৷ একটি
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷   জাতির ঘাড়ে
৷৷৷৷৷৷৷৷৷৷৷  যখন চেপে বসলো
৷৷৷৷৷৷৷৷৷ দুঃশাসনের ভারী পাথর
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  ৷৷৷তখন
৷৷৷৷৷৷৷৷৷  অমিতবিক্রম তর্জনির
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷ সঙ্গে সমান্তরাল
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  ৷ কণ্ঠস্বরে
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  জাতির
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷৷৷ কানে ভেসে
৷৷৷৷৷  এলো অলৌকিক এক
৷৷৷৷৷৷৷৷৷ ৷ মহাজাগরণী শব্দ
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷   'মরতে
৷৷৷৷৷৷৷৷৷৷৷   যখন শিখেছি
৷৷৷৷৷৷ তখন আর কেউ দাবায়ে
৷৷  রাখতে পারবা না; জয় বাংলা।'
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷    আর তাঁর
৷৷৷৷৷৷ডাকে জাতি জেগে ওঠলো
৷৷৷৷৷৷৷৷   অভিনব জীবন
৷৷  ৷৷৷৷৷৷  লাভের স্পৃহা
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  ৷ নিয়ে।
১৬-৯-২০১৯