জীবন তরী চলছে ধেয়ে সময় স্রোতের টানে
তৃষিত বুক চাকত আমি দৃষ্টি আকাশ পানে।


আশার তরী ভাসাই যখন দয়াল প্রভুর নামে
প্রভুর বার্তা আসে ভেসে সাদা মেঘের খামে।


“মাঝিরে তুই আশার বৈঠা শক্ত হাতে ধর
যা বাইয়া তোর জীবন তরী আসুক যতই ঝড়।


মুহম্মদের নামে রে তুই দে ঊড়াইয়া পাল
ভয় কি রে তোর ধরিস যদি সত্য ন্যায়ের হাল।”


প্রভুর কথা স্মরণ করে বাইছি জীবন তরী
শঙ্কা তবু কখন যে হয় বিকল দেহ ঘড়ি!


প্রভু তোমার কাছে আমার চাওয়ার কিছুই নাই
হিসাব চাই না পাপ পুণ্যের শুধুই দয়া চাই।


মুহম্মদ নাম জপে যেন কূলের দিশা পাই
পুলসেরাতে করিও পার আল্লাহ মালিক সাঁই।
২৮-১০-২০১৮