ডিজিটালের নামে দেখি সবকিছুতেই ফাঁকি
মহাকালের ক্ষুধা পেটে ভিক্ষের আশায় থাকি।
পণ্যমূল্য লাফিয়ে বাড়ে যেন রেসের ঘোড়া
সকল জায়গায় নেয় সুবিধা চতুর বর্ণচোরা।
কাপড় খোলা প্রেম পিরিতের দেখছি বিশাল লাইন
কালো টাকায় গিফট দিয়ে কয় হেপি ভেলেন্টাইন।
ডিজিটালের বদৌলতে টিভি চ্যানেল বাড়ে
বিজাতীয় সংস্কৃতিও চেপে বসে ঘাড়ে।
ফরেন কালচার আসছে ধেয়ে পাগলা ষাঁড়ের মতো
হস্তিপালে অস্থি খুলে নাচছি অবিরত।
ভুলে গেছি বীর বাঙালির শেকড় কত দূর
সেক্স-মাদকে করছে দখল বাংলার অন্তপুর।
ডিজিটালের ইজি রিমোট চাপতে হবে জোরে
নইলে জাতি পড়বে চাপা অসভ্যতার গোরে।
১২-২-২০১৯