এক যে ছিলো বুড়ি
বয়স তার পাঁচ কুড়ি।
রসমতি তার নাম
নাই কোনো কাজ কাম।
থাকে অনাহারী
ঘুরে বাড়ি বাড়ি।
খাটতে পারলে মুটে
খাবার কিছু জুটে।
নেই চাল চুলো বাড়ি
নেই যে ভাতের হাড়ি।
বিছানাহীন ভূঁয়ে
ঘুমায় বসে শুয়ে।
শত তালির বাসে
তার লজ্জা ঢাকে সে।
হলে ব্যারাম জ্বর
কেউ নেয় না খবর।
তার দুঃখ বারো মাস
বাঁচার নেই আর আশ।
পেলো যখন ভাতা
ডাক দিলো বিধাতা।
ভাতা ভোগের আগে
বুড়ি পড়ে যমের ভাগে।
বুড়ির জীবন আলো
কষ্টে নিভে গেলো।


শোন মানুষ ভাই
আজকে বলে যাই
আছে কত এমন
রসমতির মতন
নিঃস্ব বুড়া বুড়ি,
একটু খবর নিও
যাদের ঘরে আছে
সম্পদ ভুরি ভুরি।
২৮-০১-২০১৮


[তথ্য সংগ্রহ: ২৫/১/২০১৭ তারিখের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “কষ্ট বুকে নিভে গেল জীবন আলো” শিরোনামে প্রকাশিত সংবাদ।]