দক্ষিণের জানালাটা খুলে দাও
দেখতে দাও সবুজ পৃথিবী;
বকুলের ডালে
হলুদ কুটুম লেজ ঝুলা
পাখিটির গান শুনতে দাও।
আসতে দাও বিশুদ্ধ বাতাস।
কেড়ে নিও না আমার দৃষ্টি থেকে
প্রকৃতির লীলাবতী রূপ।
মানুষের মনের কদর্য
রুপ দেখে দেখে
অন্তরাত্মায় জমেছে
অশান্তির ফাংগাস।
বদ্ধ ঘরে আলো-বায়ুহীন
নিস্তব্ধ নিকষ অন্ধকারে
দৃষ্টি হারানোর
করুণ ব্যাকুলতায়
বেশি করে বেড়ে যায়
অশান্তির ফাংগাসের
বিদূষিত সংক্রমণ।
আমার চিন্তার কোষে
আলো দাও, বায়ু দাও
আমাকে বাঁচতে দাও।
দক্ষিণের জানালাটা খুলে দাও
দেখতে দাও
নির্ভেজাল নির্মল প্রকৃতি।


আমি চাই না দেখতে আর
মানুষী মুখোশে
অমানুষী জানোয়ার!
৮-২-২০১৯