চলে যদি যাবে কেন এসেছিলে কাছে
প্রেম কেনো এঁকেছিলে ওই বাঁকাচোখে
কেন ডেকেছিলে মোরে বসন্ত বাসরে
জাগিয়েছিলে কেন এ বুকের বাসনা
কেন ঢেউ তুলেছিলে মনের অম্বরে
কামনার তটে কেন রেখেছিলে ঠোঁট
বাড়িয়েছিলে কেন এ বুকে মরু তৃষা
কেন ফুঁকেছিলে ফাটা পিরিতের বাঁশি


সহে না সহে না আর এতো অবহেলা
মৃত্যু আজ ছায়া ফেলে বুকের প্রদেশে
থেকে থেকে কানে বাজে ওপারের ডাক
এনে দাও পান করি ধুতুরার বিষ
মরে গিয়ে শেষ হোক বেদনার খেলা
দুঃখের দাফন হোক হৃদয় নগরে।
০৯-০৩-২০২২