যেখানে হারালে তুমি আর খুঁজে পাবে না
আমি সেখানেই হারাবো।
দুঃখের দিনে চাইলে আবার সন্মুখে এসে দাঁড়াবো।


আমাকে হারিয়ে ব্যথায় যদিগো
তোমার চোখেতে ঝরে জল
হৃদয়ে যদিগো ব্যথার তটিনী করে টলমল
নিরবে আমি যে আড়ালে থেকেই হৃদয় বাড়াবো।


হাত বাড়িয়েও না পাও যদি ছুঁতে
তোমার) মনটা বাড়িয়ে ছুঁইয়ো
সুখ যদি নাহি দিতে পারো তুমি দুঃখটুকুই দিও।


আমাকে হারিয়ে কাঁদিলে হৃদয়
নিঝুম রাতের বেলা
দুঃখ যদিগো করে তব সাথে লুকোচুরি খেলা
তোমার কষ্ট মুছে দিয়ে আমি আবার আড়ালে হারাবো।।


২০-৯-২০১৭


ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: মুক্তক (পূর্ণ পর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব ২/৩/৪ মাত্রা)
গানের শ্রেণি: আধুনিক গান