গুণী কবি সাহসী কবি


[কবি কবির হুমায়ূনের ‘সরি’ কবিতায় প্রদত্ত মন্তব্য]


এগিয়ে গেল সাহসী এক কবি
হতে দেখে নারীর অসম্মান
বখে যাওয়া ভয়ঙ্করদের
শোনাল সে মানবতার গান।
সাবাস কবি সাবাস
তোমার সাহস আছে ভারী
ছন্নছাড়া ইভ টিজারদের
জ্ঞান দেয়া যে সত্যি বাহাদুরি।
আমি হলে সামনে যেতে
ভয়েই যেতাম মরি
কখন তারা দেয় চালিয়ে
পেটের ভিতর ছুরি।
সারা জনম ছিলাম আমি
ভীতু এমনতর
লুকিয়ে থাকতাম ঘরের ভিতর
হয়ে জড়সড়।
গুণী কবি, সাহসী কবি
তোমাকে সেলাম
তোমার কাজে সাহস পেয়ে
ভয় মুক্ত হলাম।
৯-১১-২০১৭


সাবধান মুসাফির


[কবি আজগর আলীর ‘যতিহীন সময়’ কবিতায় প্রদত্ত মন্তব্য।]


সময়ের যতি নিকেটেই অতি
তোমার পথ চলা হবে শেষ ক্লান্ত মুসাফির
চলে যেতে হবে জীবনের ওপারে
সব মায়া ছেড়ে সুন্দর পৃথিবীর।
পৃথিবীর পথে অবিরাম হেঁটে
বয়ে চলা অন্ধকার আরো ঘনীভূত হবে
যে চোখে আজ সব মায়াময় সে চোখ যখন
অনন্তকালের তরে ঘুমিয়ে যাবে।
সাবধান মুসাফির! জীবন চলার পথে
যদি একবার পড়ে সময়ের যতি
কমা, কোলন, সেমিকোলন নয়-দাঁড়ি
এবং এটিই হবে জীবনের শেষ পরিণতি।


৯-১১-২০১৭