হৃদয়ের কথা হৃদয়ে পড়েছে ঢাকা।
পাথর চাপা সাদা কথার কষ্ট এ বুকে;
ফুলে ওঠছে নিঃশাসে কথার বেলুন।
কথারা মুক্তির প্রহর গোনে; চেয়ে থাকে
নির্বাক নিষ্পলক শ্বেত পাথরের চোখ।
কত শরৎ হেমন্ত বসন্ত হয়ে যায় পার
হৃদয়ভূমি ফুঁড়ে পারে না গজাতে –
কথার চারা; হয় না দেখা পূর্ণিমা চাঁদ
ফুরায় না হৃদয়ের আকুতি আর্তনাদ।
বার বার চাপে আর তাপে ফুস করে
বের হয়ে যায় অর্থহীন কথার বাতাস।
কাজের কথা, ভালোবাসার কথা
হয় না বলা; সমুখে অনন্ত আকাশ।


প্রযুক্তির ব্যবহারে বৈচিত্র আছে, আছে
বেনিয়াবৃত্তির গোপন কৌশল; কেবল নেই
আন্তরিকতা। অন্তরের কথা অন্তরে জমে
সৃষ্টি হয় কথার টিউমার; ব্যথার বিষফোঁড়া
কষ্টের কাঁচিতে কেটে সারাবার ব্যর্থ চেষ্টা
চলে নিরন্তর। ইচ্ছেরা ঊড়ে যায় দূরে
গাঙচিলের খসে যাওয়া পালকের সাথে
আশার আকাশে ভাসমান ধোঁয়ার কুণ্ডলিতে।
হৃদয়ের কথা হৃদয়েই থেকে যায়
কথার চারা দেখে না আলোর মুখ;
পায় না জলের আদর, তাকায় না ফিরে
তার দিকে - তুলে দুটি সোহাগী চোখ!
২৪-১০-২০১৮