হলুদ পাখি লেজ ঝুলা
গান করো যে মন ভোলা
শিখিছন্দ নাচে।
দেখতে কি পাও
বনপলাশের জানলা দিয়ে
শালিক চেয়ে আছে?
পলাশ ঠোঁটের ময়না
কয় না কথা কয় না
মান করেছে খুব
কোন অভিমান বুকে চেপে
রঙিন পালক আলগা রেখে
বুলবুলিটাও চুপ?
জোট করেছে দোয়েল শ্যামা
বায়না তাদের নতুন জামা
সঙ্গে ঘুঘুরাও
মনমহুয়ার গন্ধ মাখা
বনমালতির স্বপ্ন আঁকা
বাসন্তী রঙ একটি পালক
তুমিই আমায় দাও।
হলুদ পাখি লেজ ঝুলা
শুনতে কি পাও কান খোলা
পিকের কুহু তানে
ও পাপিয়া, কণ্ঠ ছাড়ো
এই ফাগুনে নিরব থাকার
নেই তো কোনো মানে।
২৩-০২-২০২১