নিরানন্দে দিন কেটেছে আনন্দের এই ঈদে
একাকীত্বের অনুভবে পায়নি মোটে ক্ষিধে।
শুয়ে বসে এপাশ ওপাশ, দিনটি গেলো কেটে
চোখ দু’খানি ভিজল খানিক মায়ের স্মৃতি ঘেটে।


মায়ের হাতের পোলাও পায়েশ কত মজা হতো
হেসে খেলে সবার সাথে ঈদের দিনটি যেতো।
মা-বাবাও নেই আজ বেঁচে ভাই-বোনেরাও দূরে
সব থেকেও নাই যে কিছু ব্যথা হৃদয় জুড়ে।


গাঁয়ের স্মৃতি মায়ের আদর কোথায় বলো পাই
ইটের ভিতর কীটের মতো নিয়েছি যে ঠাঁই।
পাথর চাপা কষ্টের মতো একাকীত্বের ঈদ
ধূসর স্মৃতি ঘেটে ঘেটে নাই চোখে আজ নিদ।
১৮-৬-২০১৮