একবার এক নীলকণ্ঠ পাখি বসেছিল
জীবনের ডালে
ঠোঁটে ছিল তার নীলখাম চিঠি
হৃদয় উদ্যানে ফুটেছিল অজস্র গোলাপ
প্রেমের পরাগ মেখেছিল বুকের জমিনে
চেতনার কোষে ঠোঁটের কোণায় বসেছিলো
নক্ষত্র উৎসব
আপাদমস্তক সুখের খবর পৌঁছে দিয়েছিলো
উত্তেজিত নিউরন
দুচোখের আঙিনায় বয়েছিলো প্রেমাপ্লুত
জোছনার হলুদ প্লাবন


অভাবের ঝড় এলোমেলো ঘর আলুথালু বেশ
সুখের সন্ধানে নীলকণ্ঠ পাখি হঠাৎ কখন
কীভাবে বুঝিনি হলো নিরুদ্দেশ
সেই থেকে খুঁজি, আবেগে বুঝি চোখের-
উপকূল ভাসে নোনা জলে
আকণ্ঠ তৃষ্ণায় বুক ফেটে যায় প্রজ্জ্বলিত
একাকীত্বের অনলে!
১৮-১২-২০২০