ভালোবাসার চরণে পরিয়েছি শিকল
তুই পালাবি কোথায় বল
আগল টেনেছি বুকের খাঁচার
বিষণ্নতার দল হবে এবার বিকল।


একবার যখন বেঁধেছি তোকে
পারবি না পালাতে আর
তোকে বুকে বেঁধে নিয়ে দেবো পাড়ি
হাজার দুঃখের পারাবার।


আগুনে যখন দিয়েছি হাত
পুড়তেই হবে জানি অনিবার
পালাবার সব পথ বন্ধ আজ
কেবল রয়েছে খোলা মৃত্যুর দুয়ার।


মরতে হলে মরবো তবু
ভালোবাসা, দেখে নেবো তোর শেষ
কত আর পালাবি, জ্বালাবি
হৃদয়ের অন্তরতম প্রদেশ!


কাষ্ঠের মতোন পুড়ে পুড়ে কয়লা এখন
দেখাসনে আমায় পোড়ার ভয়
আমাজনের আগুন যদি লাগে মনে
নিঃসঙ্কোচে তাও আমি করবো জয়।
২৫-৮-২০১৯