সবার মতো আমিও চাই কেউ আমাকে
বুকের কখান হাড়ের ভেতর হৃদয় নীড়ে
খুব যতনে আগলে রাখুক; সেও আমার
আপন হয়ে সারাজীবন কাছে থাকুক
আমিও চাই চড়ুই ঠোঁটে খুঁটে খুঁটে
ঠোঁটের বুকের প্রস্থে জমা দুঃখগুলো
খেয়ে খেয়ে সাবাড় করুক। নেচে গেয়ে
সারাদিনের ক্লান্তি শেষে শরীরভূমে
খুব আহ্লাদে শান্তিমিছিল সরব রাখুক।


চাওয়ার সাথে পাওয়ার হিসাব এই জীবনে
মিলছে কোথায়
এখন আমার ভুবন চিলের ডানায় বাঁধা
একলা জীবন, একলা চলা
নিঃসঙ্গতার নষ্ট শরাব পান করে আজ
নেশার ঘোরে ঘুমিয়ে থেকে
সুখের বদল বুকের ভেতর অগোছালো
হাজার রকম দুঃখ পোষা।


যাকে আমি চেয়েছিলাম খুব নিবিড়ে
চোখের তারায় বুকের পাশে
রাত বিছানায় গভীর ঘুমের বালিশ হবে
বুকের ব্যথার মালিশ হবে
এখন সে আর সবার মতো অন্য কারো
জীবন সাজায় নিজের হাতে
আমি শুধু রাত্রি জাগি, তারা দেখি
বাসা বাঁধি ব্যথার অসীম নীলাকাশে।


আমার এখন চাতক জীবন- অপেক্ষাতেই
অনন্ত সুখ। নিঃসঙ্গতা পানেই আমার
একসাহারা তৃষ্ণা মিটে। ভীষণ করুণ
উপেক্ষা আর অবহেলার দহন নিভাই
আগুন খেয়ে। চোখের কোণে শ্রাবণ এখন
শ্রাবণ কেবল। ফাগুন আমার নির্বাসনে
আমি শুধু উড়াল মেঘের পালক দেখি
বাসা বাঁধি ব্যথার অসীম নীলাকাশে।
২৯-০৮-২০২২