হৃদয়ের ক্যানভাসে রক্তের বিস্তারে
লিখেছিলাম একটি নাম, সুনন্দিতা।
দুচোখের সীমানায় ঘোর অন্ধকার ঢেলে
গাঙচিল ডানা মেলে চলে গেছে দূরে
এ জীবন থেকে ব...হু... দূরে...


পরিযায়ী পাখির ডানায় অক্লেশ দৃষ্টি
থাকে পড়ে, যদি আসে ফিরে
পৌষের হিমেল সন্ধ্যায় কিংবা ভোরের প্রভায়
যদি ঠোঁটের ফোকর গলে পড়ে একটু উষ্ণতা!


হায়! দুধসাদা কুয়াশায় ডুবে থাকা চোখ
অপলক দেখে যায়, সব পাখি ফিরে নীড়ে
চঞ্চুর আদরে আদরে বাড়ে
নির্জন রাত্রির গভীরতা
ফিরে না সে, ফিরে না কেবল
আমার প্রাণের ষোড়শী সুনন্দিতা!
২৫-৩-২০১৯