ম ম জামান


চোখের তারায় স্বপ্ন ভরে ঘুমোতে যাই রাতে
সুখের সাথে দুঃখের সঙ্গম শেষে
দুঃস্বপ্নের এক জারজ সন্তান জন্মে আবার প্রাতে।


হিরের বদল কাঁচ কুড়িয়ে দেখতে মনোহরা
গাধার মতো ধাঁধার পিছে ছুটে
সুখ নামের ওই সোনার হরিণ রইলো অধরা।


আছড়ে পড়ে কাঁচের দর্পন হইলো গুড়া গুড়া
ভাঙা কাঁচে আর দেখি না মুখ
চোখের তারায় আর ভাসে না সুখের স্বপ্নচূড়া।
২-৫-২০১৯