শালাশালী চড়ে বসে দুলাভাইয়ের ঘাড়ে
অন্দর থেকে বউটা প্রায়ই ক্ষোভে হুঙ্কারে।
এটা চাই ওটা চাই, না পেলেই আগুন
টাকা নাই শুনে আরও জ্বলে ওঠে দ্বিগুণ।
সব পেলে ঠিক ঠাক মুখে ফোটে হাসি
বুক ব্যথায় আমি যে ভাই খকখক কাশি
মাথা পরে বয়ে চলি সংসারের বোঝা
ভারে ভারে কুঁজো পিঠ হয় না আর সোজা।
কুঁজোর এখন কাত চিত উভয়েতে দোষ
জোয়াল কাঁধে টেনে চলি গাড়িটানা মোষ।
৬-৩-২০১৮