গণতন্ত্র মরে সুবর্ণচরের বুকে
ধুকে ধুকে
এ লজ্জা কিছুতে
সহ্য হয় না যে আর;
কার ভয়ে জাতি
নিশ্চুপ ও নির্বিকার?
আমাকে সবাই মিলে
অন্ধ করে দাও
কালো কাপড়ের
পট্টি দিয়ে চোখ দুটো
বেঁধে দাও শক্ত করে
দু’চোখে নামুক
নিখুঁত নিকষ অন্ধকার।
“হে মৃত্যুর দূত!
আমাকে তুমুল
ঝাপটে ধরো।”
আমি
দেখতে চাই না
সুবর্ণচরের ধর্ষিত মায়ের
উরুগলা রক্তস্রোত।
স্বামী ও সন্তান
বেঁধে রেখে বিকৃত গণতন্ত্রের
নৃশংস উল্লাস
দেখতে হয় না যেন আর।
দেখে দেখে
করতে তো পারি না কিছু
মরে যাওয়া অথবা স্বেচ্ছায়
অন্ধ সেজে থাকা
যে তার উত্তম প্রতিকার!
১০-১-২০১৯