গণতন্ত্রের রূপ কি এমন, জুঁই চামেলির গন্ধ যেমন
যখন যার থাকবে হাতে, মাখবে সুবাস তার গায়েতে?


নাকি এক দাম্ভিকতা, যখন পায় যে ক্ষমতা
ভিন্ন মতের টুটি ধরে, মারবে ঘুষি থুতনি পরে?


নাকি এক ভীতি এমন, কুকুর ভয়ে মেকুর যেমন
আচম্বিতে দৌড়ে পালায়, পড়লে ধরা মারবে ডলায়?


নাকি এক বন্দিশালা, মুখে তালা বুকের জ্বালা
পান্তা ভাতে এক চিমটি নুন, আগুনকেও বলবে ফাগুন?


নাকি শুধু সরকারের দোষ, মারতে গেলে হিংস্র বনমোষ
বিরোধিরা আাঁটবে ফন্দি, খেলবে খেলা বাঘবন্দি?


নাকি তার এক চোখ কানা, ডানে বামে দেখতে মানা
নিজের লোকের সব অপরাধ, দেখেও বলবে নিরপরাধ?


নাকি ঢাক পিটাবে ইচ্ছে মতন, খেয়াল খুশি যেথায় যেমন
যদি কেউ বাঁধ সাধে তার, অমনি বলবে সে স্বৈরাচার?


গণতন্ত্র, গণতন্ত্র তুমিই বলো রূপ কী তোমার, কেমন তুমি
কার অধিকার কতটুকু থাকলে পরে থাকবে সুখে জন্মভূমি?
২৬-৯-২০১৮