মাদকের নেশা আর হতাশা যে ঘিরে
ধরেছে মননে মস্তিষ্কে।
যুব-সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
সনদের বোঝা বইতে বইতে আজ তারা ক্লান্ত।
বেকারত্বের নির্দয় অভিঘাতে দুর্বিসহ জীবন।
চোখের সামনে অনিশ্চিত অন্ধকার।
কে ধরবে হাল! কে আনবে ডেকে সম্ভাবনার
সোনালি আগামীকাল!


কালের যে শেওলায় ঢেকে গেছে
প্রবালের শরীর; তার থেকে খুলে দাও
শৈবালের মৃত আস্তর।
চোখের সম্মুখ থেকে সরিয়ে নাও কুহেলি চাদর।
নিস্তেজ যুবকের বুকে ঢেলে দাও
আগুনের কণা। বিস্ফোরিত হোক
বুকের জমানো বারুদ। অনুভব করুক
অমিত তেজের অনাবিষ্কৃত অস্তিত্ব।


অবসাদগ্রস্ত, তন্দ্রাচ্ছন্ন যুবকের কানে কানে বলো -
জাগো যুবক, জাগো। শক্ত হাতে ধরো হাল
ছড়াও তারুণ্যের বিভা। আঁধার ভেদি
হতাশার জাল ছেদি আনো সম্ভাবনার
সমৃদ্ধ আগামীকাল। চাঁদের শরীর ছিঁড়ে
ধরাধামে বইয়ে দাও জোছনার নহর ।


শিকারীর ভয়ে অর্ধমৃত হরিণের মতো
দেখো না ভয়াল পৃথিবী। দেখো বাজের
তীক্ষ্ণ চোখে জলের অতলে রূপালি মাছ;
আত্মবিশ্বাসের বাক্স খুলে - দাও অকস্মাৎ ঝাপ;
ছিনিয়ে আনো ন্যায্য অধিকার; মিটাও
জন্মান্তরের অগ্নি ক্ষুধা। যুবক তুমি
উপভোগ করো উদধি জয়ী হাঙর জীবন...
(২-১০-২০১৮)