সময়ের সাথে লাভ কী সমরে
মানুষ যদি না হয় মানুষ
সময়ের নিঃশব্দ রেলগাড়ি যাচ্ছে চলে
তবুও মানুষের হয় না হুস।
আতশবাজি আলোর ঝলক
নির্ঘুম রাত মাতামাতি হর্ষ
মুখেই বলি অন্তর শূন‌্য
লোক দেখানো শুভ নব বর্ষ।
সত‌্যি যদি সকলের তরে চাই শুভ
পৌঁছে দেই সত‌্য ও সুন্দরের বাণী
শান্তি আসত অশান্ত ধরায়
থেমে যেত সকল হানাহানি।
তাই মুখে নয় হৃদয় থেকে বলি
হেপি নিউ ইয়ার
বিভেদ ভুলে একসাথে চলি
খুলে দেই অন্তরের বন্ধ দুয়ার।
শান্তিতে সমরে একসাথে মোরা
এসো দেশটাকে গড়ি
নতুন বছরে নতুন করে
এসো মোরা শান্তির শপথ করি।


২-১-২০১৭