হেমন্ত এসেছে দ্বারে
পায়ে চুমো খায়/ স্নিগ্ধ শিশিরের কণা
সবুজ মাঠের বুকে/ কে ছড়ালো বলো
হলুদিয়া কাঁচা সোনা।


কে দিল ভরে/ কৃষাণীর ঐ আঁচল
সোনালী ধানের শীষে
কে দিল ভরে/ কৃষকের গোলা
দীর্ঘ রিক্ততার শেষে।
কে দিল এঁকে/ দেশ জুড়িয়া এমন
অপরূপ রঙে/ রাঙানো আল্পনা।


ফুল ও ফসলে/ভরেছে এই আঙ্গিনা
সোনালী হেমন্ত এসে
তাই তো আমার/মন পড়ে থাকে
এ শ্যামল বাংলাদেশে।


চপল পল্লীবালাকে/ কে সাজালো বলো
হলুদ সরিসা ফুলে
কিসের ছোঁয়াতে/ লকলকে লাউয়ের
কচি অঙ্গ দুলে
মাটির বুকেতে/ কে রেখেছে পেতে
মটর ফুলের/ মখমল বিছানা।


১৬-১০-২০১৭


ছন্দ: অক্ষরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৮/৬ মাত্রা
গানের শ্রেণি: দেশাত্মবোধক গান।