ছায়া সুনিবিড় মেঘনার তীর ঝাউকান্দা
এবং মধ্যার চর
চারিদিকে থই থই জল মাঝে জাগে
ছোট ছোট ঘর
ছুটির অবকাশে ঘনো ঘাসে হর্ষে
হারায় মন
কেটেছে কদিন সেখানে যখন ভাবে
ভরা ছিলো যৌবন
হয়েছে অতীত বহুকাল হয় সেই সে
সোনালি দিন
হয়নি তো শোধ পিঠা পায়েশে আদর ও
আয়েশের জমে থাকা ঋণ
স্মৃতির তিতির ডেকে যায় বারে বারে
খেয়া বাঁধা মেঘনার ঘাটে
বিনাচাষে বেড়ে ওঠে বেদনা হৃদয়ের
বেহুলা মাঠে
ভেসে যাই কল্পনায় গাঙচিলের ডানায়
নির্নিমেষ বেঁধে রাখি চোখ
নদীর গর্জন ভেতরে বাহিরে বোবা কান্নায়
ভিজে বিরহী বুক
স্মৃতির মিনারে প্রীতির আহবান মহাকালে
এখনও ভেসে রয়
জীবন যন্ত্রণায় দূরাবাসে কাঁধে তুলে রাখি
হতাশার হিমালয়!
৩-১১-২০১৯