হেমন্ত কেবল শুরু
শীতের আমেজ এখনও ভালো করে
আসেনি এখানে...


অথচ কেমন করে জানি ভাবনার করিডোরে
হুড়মুড় করে ঢুকে পড়ে বসন্ত বাতাস
দেহকোষে খবর পাঠায় নিরুত্তাপ নিউরন
মনের বাগানে ডেকে ওঠে যৌবনের অনিদ্র কোকিল...


ধমনির স্রোতে ধাবমান উল্লাস মোহমুগ্ধতায়
খুলে দেয় রাত্রির নিকষ অন্ধকার হিজাবের
নিচে আলোর জানালা...


দৃশ্যমান হয়ে ওঠে সবুজ শস্যের তাবত বাগান
উন্মন ও উদ্দীপন মন খুলে দেয় মহুয়া পল্লীর জলের বোতাম...


যে হৃদয় বহু আগে ঝংকৃত ঝর্ণার ঝিরিজলে ডুবে মরে গেছে
অনন্তর সে হৃদয় জলের মোহন ডাকে
নিশাবসানের আগেই অন্ধকারসমেত ডুবে যায় ঘর্মাক্ত গঙ্গায়...
১৩-১১-২০১৯