যদি বিশ্বাস করো; যদি ভালোবাসো; নিঃসঙ্কোচ
নিঃশঙ্ক চলে এসো মেঘের ভেলায়
মরালের পায়ে ঘুঙুরের শব্দে,
জলেস্বরে মোহনীয় আমার
হৃদয়সমুদ্রের বিস্তীর্ণ
সৈকতে।
সুনন্দিতা,
তোমার জন্য
এখানে সাজিয়ে রেখেছি
ঢেউয়ের দোলনায় প্রশান্ত পোতাশ্রয়;
যেখানে প্রাণিত প্রেমের নোঙর ফেলে
পাবে গন্ধকুসুম সুখের আদিগন্ত অভয় আশ্রয়।
২০-৪-২-১৮