বুকে অনির্বান আগুনের চিতা জ্বেলে দিয়ে
মুখ থেকে মধুর বচন শুনতে চেও না।
আমি জাবর কাটি আগুনের কণা
মুখ থেকে বেরুবে না
বরফকুচি মেশানো কথার শীতল সরবত।
নিঃশ্বাসের উত্তাপ সইতে না পারলে
কাছে এসো না।
দূরে আছো, দূরেই থাকো।
সূর্যের নিকট থেকে জেনে নিও
তাপদগ্ধ হৃদয়ে আমি কতটা সুখে আছি।
১৩-২-২০১৯