[কবি মোঃ ফিরোজ হোসেনের ‘কর্পোরেট সভ্যতা’ কবিতায় মন্তব্য করতে গিয়ে সৃষ্ট; প্রিয় কবিকে নিবেদন করলাম।]


আবুল-
জি স্যার!
দেখতো; লেখাটা কেমন হয়েছে।
জি স্যার ! খুব সুন্দর লিখেছেন স্যার !
লিখতে লিখতে পেরেশান হয়ে গেছেন স্যার !
এক গ্লাস জল দেবো কি স্যার ?
চুপ! আমি কি জল চেয়েছি?
জি স্যার !
আবার জি স্যার ?
জি স্যার !
পাগল!
জি স্যার !
ভাগ এখান থেকে!
জি স্যার !
আবুল-
জি স্যার !
এদিকে আয়।
জি স্যার !
তুই বড় ভালো মানুষ।
জি স্যার !
এভাবে জি স্যার, জি স্যার করছিস কেন?
জি স্যার ! ওই যে আপনি শেখালেন স্যার?
কী?
কর্পোরেট সভ্যতা! এটুকু সভ্য না হলে আমার চাকরি কি থাকবে স্যার?
এভাবে জি স্যার, জি স্যার, করেইতো আমাদের মাথায় তুলেছিস?
জি স্যার !
সভ্যতা শেখার আগে নিজের অধিকার আর কর্তব্যটা শিখ।
রাইট স্যার, থ্যাঙ্ক ইউ স্যার।
৩০-৯-২০১৮