যুবক তুমি ঝিমছো কেন একলা বসে?
কোন বেদনা হৃদয় মাঝে ভর করেছে?
বেকার তুমি; সবাই বলে ছন্ন ছাড়া?
নাই কোনো ঘর; আদর কদর; দুকূল হারা?
চাকরি খোঁজে ঘুরছো তুমি দ্বারে দ্বারে?
ভাগ্য কি নেয় মুখ ফিরিয়ে বারে বারে?
প্রেম চকোরী গেছে ছেড়ে; একলা তুমি?
ফোটেনি ফুল; রিক্ত তোমার হৃদয়ভূমি?
বুকের ভিতর জমছে কি আজ ব্যথার পাহাড়?
দুই চোখে কি দেখছো তুমি জমাট আঁধার?
নিয়তি কি করছে খেলা রঙ তামাশা?
নিঃসঙ্গতায় ভর করেছে ঘোর হতাশা?
দৈন্যের কাছে হার মেনেছে ভালোবাসা?
এই কারণে ভাবছো কি শেষ বাঁচার আশা?


মৃত্যুতে কি সব সমস্যার হয় সমাধান?
তবে কেন চাইছো তোমার অকাল প্রয়াণ?
ঝলসে ওঠো আচমকা এক বজ্রনাদে
দি-ও না পা হতাশার ওই মৃত্যু ফাঁদে।
দুঃসাহসে যাও পেরিয়ে দূর পারাবার
ভেঙে ফেলো শক্ত হাতে দুখ কারাগার।
আর শোনো না বন্ধ ঘরে কুহকি বীণ
ওই যে দেখো ডাকছে তোমায় সোনালি দিন।
নিজের হাতে ভাগ্য গড়ো, ঝলক মারো
দেখিয়ে দাও জগতটারে; তুমিও পারো।
১-১০-২০১৮