তুমি যখন আমার জন্য হও উদার আকাশ
তখন গোপন মনের দুয়ারে কড়া নাড়ে বসন্ত বিকেল-
বেহুলা বাতাস
অনুভবে মাথার ভেতর ঢুকে যায় হাজার হাজার
প্রজাপতি, মধুপের সুরেলা গুঞ্জন। বাজে-
হৃদয়ের এস্রাজে-সত্তায় প্রমত্তা পদ্মার তরঙ্গ সঙ্গীত


তোমার আকাশ থেকে যখন ঝরাও চকিত চুম্বনবৃষ্টি
চন্দ্রিমা অধর স্পর্শে মনের হরষে সারারাত
আগুনের নদী সাঁতরে আঁধার হাতড়ে অবলীলায়
না ভেবেই হিতাহিত; যেতে পারি জীবনের বিপরীত;
কেবল তোমার জন্য যেতে পারি সকলের বিপরীত।
২৫-০১-২০২০