জীবন নামের ট্রেনে চড়ে চলছি অনিশ্চিত গন্তব্যের পথে
ট্রেনের ভেতর জিরাফের মতো গলা
বাড়িয়ে প্রবেশ করে নরম কোমল রোদ
কখনও কখনও বাতাসের হাত থেকে ঘ্রানিদ্রিয় কেড়ে নেয়
মানুষের মাংস পোড়া কটু গন্ধ।
রিরংসার ঘ্রাণে কখনও নিস্তেজ  নিষ্প্রাণ
অনুভূতি জেগে ওঠে ক্যাঙারু লাফে।


শূন্যে ঝুলে থাকে চোখ আকাশের নীলে
বিহঙ্গ হৃদয় আচম্বিতে ঢুকে যায় উড়ন্ত ভুবন চিলের হৃদয়ে।
ওড়ে ওড়ে পাড়ি দেয় নদী সাগর পাহাড়
কখনও বিকল ইঞ্জিন পড়ে থাকে সাদা বিছানায়।
কোথাও সরল কোথাও বন্ধুর
ঝঞ্ঝাবিক্ষুব্ধ এ পথ পাড়ি দিয়ে যেতে হবে জানি বহু দূূরে,
তবে কত দূরে সে গন্তব্য কেউ তা জানি না।


তবু চলছি মোহময় আলোক সন্ধানী পথে-
যেতে হবে জানি; জানি না কোথায়...
৪-৭-২০১৯