মান বিচারের গান গেয়ে যাই
বলুন লোকে শোনছে কই
মুখে দেবার আগেই যে ভাই
চুনকে বলি মিষ্ট দই।


বিচারকের বিদ্যার বহর
দেখলে হারাই নিজের জ্ঞান
গূণ বিচারের আগেই চিবাই
চুনবিহীন মিষ্টি পান।


কান কাটলে মান থাকে না
মান সম্মান চুলায় যাক
নিজের নামটা করতে জাহির
নিজেই পিটাই নিজের ঢাক।


মান বিচারের গান না শোনে
শোনে যখন শুনির ঘেউ
অন্ধকারে ঢিল ছুড়ে তাই
আমিও তুলি জলের ঢেউ।


নিয়ম নীতির বললে কথা
ঝলসে ওঠে আগুন চোখ
গা বাঁচাতে আমিও এখন
ঝোপ বুঝে মারছি কোপ।
১-১২-২০১৮