জীবন বহতা এক নদী; এর বাঁকে বাঁকে
চলে অহরহ ভাঙা-গড়ার নির্দয় খেলা।
বিষাদ মনস্তাপের পাথুরে পথ পাড়ি দিয়ে
বয়ে চলে নিরন্তর –বুকে জাগে কোথাও
চর, সুখ দুঃখ ভালোবাসার। কখনও কখনও
আশা-দুরাশার পলি জমে পরাস্ত প্রবাহ। তবু
মৃত্তিকার পাঁচিল ভেঙে ছুটে চলে অন্তহীন;
পেতে চায় সাগর-সঙ্গম সুখ; উপভোগ
করতে চায় চিরন্তন মুক্তির আস্বাদ। চায় –
দুঃখ দারিদ্র্য হতাশা হতে গৌরবান্বিত মুক্তি।
মুক্তির সন্ধানে ব্যর্থ হলে - থেমে যায়
কোনো এক বাঁকে; হারায় জীবনের সরিৎ গতি
অরুন্ধতী আলোয় মহিমান্বিত মৃত্যুই তখন
অনিকেত জীবনের শেষ পরিণতি।
১৬-১০-২০১৮