যদি) ভেঙে যায় ঘর কালবৈশাখী ঝড়ে
যদি) ঊড়ে যায় প্রেম বাতাসের তোড়ে
বলো) রুখি তা কী করে
বলো) রুখি তা কী করে? (আস্থায়ী)


চাঁদের আকর্ষণে আসে যে জোয়ার
বালির বাঁধে কি তা মানে
ভেসে যায় যদি বর্ষার নদী ভাটার টানে
বলো) রুখি তা কী করে
বলো) রুখি তা কী করে? (অন্তরা)


যদি) যেতে চাও-যাও ডাকব না পিছু আর
মন চায় যদি নিরবধি ভেঙে যাও অঙ্গীকার। (সঞ্চারী)


ভেঙে যায় যাক স্বপনের ঘর, ভেবো না তুমি
হৃদয়ভূমি পেতে দেবো পথ পরে
কণ্টক পথে হেঁটে যেতে যেতে
যেন) রক্ত না ঝরে
যেন) রক্ত না ঝরে। (আভোগ)
১০-১-২০১৯